1. i@shahitterkagojbrammaputro.online : সাহিত্যের কাগজ ব্রহ্মপুত্র : সাহিত্যের কাগজ ব্রহ্মপুত্র
  2. info@www.shahitterkagojbrammaputro.online : সাহিত্যের কাগজ ব্রহ্মপুত্র :
সোমবার, ২০ মে ২০২৪, ০৫:৫২ অপরাহ্ন

আমি নিষিদ্ধ কবি – মনিরুজ্জামান বাদল

  • প্রকাশিত: বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ৩৮ বার পড়া হয়েছে

আমি নিষিদ্ধ কবি!

ম নি রু জ্জা মা ন বা দ ল।

আমি নিষিদ্ধ কবি, নিষিদ্ধ আমার ভোজনালয়!

আমি নিষ্পাপ কণ্ঠে গঢ়ল বিশ্বাসে ঢালি নিকোটিন!  নিষিদ্ধের দিকে ঝুঁকে পড়ি বারবার ।

সম্বল বলতে আমার গোলাভরা একফালি কবিতা,

কিছু নোংরা শব্দের গাঁথুনিতে অনাবাদি জমির মত

বুকশেল্ফ  ভর্তি কতগুলো কাব্য!

যাহা পাবলিক গিলতেই চায় না!

ধর্ষিত নারীর যোনিপথে খালগিরি করার মত

কবিতার ওপর চষেছি কলমের নীব!

পরিচয় প্রকাশ করবার মত আমার কিচ্ছু নেই।

না আছে উচ্চতর শিক্ষাসনদ ,

না আছে কোন ভিজিটিং কার্ড,

না আছে অভিজাত এলাকায় কোন দামি ফ্ল্যাট!

না আছে কোন বিলাসবহুল গাড়ি!

আমার পরিচয় শুধু আমি অনাবাদি জমির কর্ষিত শব্দচাষী,নিষিদ্ধ কবিতার ফেরিওয়ালা!

প্রতিদিন নানা শব্দের ব্যবহারে নিষিদ্ধ ফসল ফলাই!

আমি প্রতিদিন, প্রকাশনী, পোস্তানি,প্রচ্ছদের, বাইন্ডিংখানা, প্রিন্টিং প্রেস আর সোহরাওয়ার্দীর দুর্বাঘাসগুলোর প্রেমে ডুবে থাকি।

রাস্তায় বেরোলেই আমাকে নিষিদ্ধ কবি সম্বোধনে নাক ছিটকায় পাড়ার ভদ্রলোকগুলো।

তবুও আমি পরিচিত হই আমি নিষিদ্ধ গ্রহ থেকে ছিটকে পড়া নিষিদ্ধ কবি!

আমি ইচ্ছে করলে শব্দের বোমা ফাটিয়ে সব উড়িয়ে দিতে পারি,

যাঁরা আজও অঘোষিত কবি খেতাবে ভূষিত করে আমাকে!

আমি ইচ্ছে করলে পারি ওই হায়েনাদের বুক, আমার লৌহইস্পাতের মত শক্ত বেয়নেট দিয়ে ঝাঁঝরা করে দিতে।

আমি নিষিদ্ধ কবি!

শুনুন, সরকারী -বেসরকারী, উজির,নাজির, রাষ্ট্রপ্রধান, সচিব, মন্ত্রী মিনিস্টার সহ সবাইকে বলি,

আমি কবিতা লিখি নিষিদ্ধ যত শব্দ দিয়ে। পাঞ্জাবি,  কোটের বাদামি পকেটে ,টেবিলের পর্দার ফাঁক ফোঁকড় দিয়ে যেটা আদান-প্রদান করেন সেটাই আমার কাছে নিষিদ্ধ!

সেটা থেকে আমি কুড়িয়ে পাই ইতর,বদমাশ, শয়তান।  যা পাই সবই নিষিদ্ধ শব্দ বোমা।

আপনারা দয়া করে কেউ আমাকে ভুল বুঝবেন না।

ছুঁরিতে শান না থাকলে কখনো বনের বুনোশুয়োর শিকার করা যায় না।

বন্দুকের নলে বারুদ না থাকলে শকুন শিকার হয়না।

আমার কবিতা, আমার শব্দবুলি, আপনারা যেটা নিষিদ্ধ শব্দ বলেন, সেটা আমার নিকট গুলাবারুদ।

একবার শুধু ভেবে দেখুন! আমি কেন নিষিদ্ধ কবি?

কেন আমার বসবাস নিষিদ্ধ ভোজনালয়ে?

কেন আমি অখাদ্য অপুষ্টিতে লোভে মেতে উঠি?

যে শহরকে আপনারা বলেন প্রসিদ্ধ, সেটা আমার জন্য নিষিদ্ধ!

যেখানে প্রতিদিন ল্যামপোস্টের আড়ালে জমে উঠে

বেশ্যাদের বীর্যস্থলনের আখড়া!

যেখানে প্রতিদিন ধুলোয় মিশে গোলাপের পাপড়ির দানা। আমাকে অভ্যর্থনা জানায় হাজারো ফাগুনের বৃক্ষগুলো।

বেদনার্ত বৃক্ষদেবীর নীচে দাঁড়ালেই মাথার ওপর ঝরঝর করে পাতারা ছড়িয়ে পড়ে আমার চারপাশে।

যেখানে কেউ আমার দিকে ফিয়েও তাকায় না।

সেখানে আমি নিষিদ্ধ শহর ছাড়া আর কিচ্ছু ভাবতে পারিনা। আমি নিষিদ্ধ কবি। আমি নিষিদ্ধ কবি, আমি নিষিদ্ধ কবি! কেউ কি আছো আমার সিগারেটের মাথায় একটু আগুন ধরিয়ে দিতে।

খুব নেশা লেগেছে গো ——-।

আমার যে সিগারেট টান দিতে খুউব ইচ্ছে করছে!

রচনাকাল – আঠারো, জানুয়ারি, বিশ- চব্বিশ।

শেয়ার করুন

আরো পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews