1. i@shahitterkagojbrammaputro.online : সাহিত্যের কাগজ ব্রহ্মপুত্র : সাহিত্যের কাগজ ব্রহ্মপুত্র
  2. info@www.shahitterkagojbrammaputro.online : সাহিত্যের কাগজ ব্রহ্মপুত্র :
সোমবার, ২০ মে ২০২৪, ০৬:৩২ অপরাহ্ন

গরমে অতিষ্ঠ রাস্তার কুকুর।

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ৩৬ বার পড়া হয়েছে

গরমে অতিষ্ঠ পুরো দেশবাসী ও রাস্তার কুকুর! প্রচন্ড গরমের তাপ সইতে না পেরে বাড়ির ছাদ থেকে পড়া অবশিষ্ট শিতল পানিতে গা ভেজানোর চেষ্টা করছেন রাস্তার কুকুর। বিগত পঞ্চাশ বছরের মধ্যে এমন তাপমাত্রা দেখা যায়নি বলে অনেকেই ধারণা করছেন। এই গরমে বিশেষজ্ঞদের মতে সবাইকে ঠান্ডা পানিয় জাতীয় খাবার ও খাবার স্যালাইন বেশি বেশি খাওয়ার নির্দেশ প্রদান করেন। গত একসপ্তাহে হাজার হাজার মানুষ ডায়রিয়া জনিত রোগের মত নানা রকম পানিবাহিত রোগে ভুগছে। এছাড়াও প্রাণী গবেষকদের মতে আপনার বাড়ির চারপাশে পশুপাখির গা ভেজানোর জন্য পানি রাখুন ও সাথে পানি পান করার জন্য বিভিন্ন পাত্রে পানি রাখার জন্য অনুরোধ করেন।

কোথাও কোথাও দেখা যাচ্ছে প্রচন্ড গরমে! শীতল পানি পেয়ে গরুর পাল যেনো মহাখুশি। লাফিয়ে পড়েছে বিলের জলে। গা ভাসিয়ে প্রশান্ত করছে দেহ;যদি একটু স্বস্তি মেলে। কিছু গরু হাঁটু গেঁড়ে কচুরিপানা খাচ্ছে। বাড়ির আঙ্গিনায় পানির পাত্রে গা ডোবাচ্ছে গাছের নানা রকম পাখি দুপুরের রোদ মাথায় করে ক্লান্ত ফিঙ্গে বিশ্রাম নিচ্ছে বেগুনি ফুলের মাথায়। মাছরাঙা হাঁপাচ্ছে;সূর্য তার মাথা বরাবর।রাখালের গতর পুড়ছে, মুখ হয়েছে ছাই রঙের।কিশোরের দল উদোম গায়ে জলে ঝাঁপাচ্ছে;অদূরে নদীর ঘাটে গাঁয়ের বধুরা স্নানে ব্যস্ত। তীব্র তাপদাহে পুড়ছে দেশ;পশ্চিমাঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৭ডিগ্রি সেলসিয়াস। মানুষের সাথে পশু-পাখিও ভীষণ আতঙ্কে রয়েছে।একটু জলের খোঁজ পেলেই যেনো পুরো শরীর ডুবিয়ে রাখে। সম্প্রতি যদিও খাল-বিল-পুকুর-নালা ভরাট করার মহোৎসবে মানুষ মেতে উঠেছে;যার পুরো প্রভাব পড়ছে প্রাণী জগতের উপর। আমাদের নষ্ট সভ্যতার মস্তিষ্কে যেনো পশু-পাখিদের জীবনপ্রণালী নিয়ে ভাববার এক বিন্দু জায়গা নেই। গাছ কেটে সাফ করছে নষ্ট সভ্যতা। বন ধ্বংসে যেমন অগ্রগামী;বনায়ন তৈরিতে নেই তেমন আগ্রহ! রাসায়নিক দ্রব্যে দূষিত করছে মাটি ও পানি। ইটের ভাটা,যানবাহনের কালো ধোঁয়া,কলকারখানার বর্জ্য বিশুদ্ধ বায়ুকে করছে বিষাক্ত;যার ফলাফলে আজ শক্ত খুঁটিতে দাঁড়িয়েছে ‘গ্লোবাল ওয়ার্মিং’র সাইন বোর্ড। সব মিলিয়ে আমাদের পরিবেশ আজ বড্ড অসহায়। মানুষ ও অন্যান্য প্রাণী সুস্থভাবে টিকে থাকবার কোনো সুপরিকল্পনা নেই!

ঢাকা বারিধারা আবাসিক এলাকায় রিকশাওয়ালাদের প্রতিদিন বিনামূল্যে বিতরণ করা হচ্ছে খাবার স্যালাইন, জুস,তরমুজ, এদিকে বারিধারা সোসাইটির স্থানীয় কিছু সংখ্যক সাহেব ম্যাডামগণ নিজ অর্থায়নে বিতরণ করছেন পরিচ্ছন্ন কর্মীদের মধ্যে খাবার স্যালাইন, তরমুজ, মালটা ফল। রিক্শাওয়াদের দিচ্ছে ডিজিটাল মাথাল। বাঁশের তৈরি মাথাল প্রদানের জন্য খুব তুরজুর চলছে, কোথাও পাওয়া যাচ্ছে না একসাথে দু’শ মাথাল। পাওয়া গেলে খুব শীঘ্রই দেয়া হবে সকল রিকশাওয়ালাসহ পরিচ্ছন্নকর্মীদের বাঁশের তৈরি মাথাল।

শেয়ার করুন

আরো পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews