1. i@shahitterkagojbrammaputro.online : সাহিত্যের কাগজ ব্রহ্মপুত্র : সাহিত্যের কাগজ ব্রহ্মপুত্র
  2. info@www.shahitterkagojbrammaputro.online : সাহিত্যের কাগজ ব্রহ্মপুত্র :
সোমবার, ২০ মে ২০২৪, ০৬:৩২ অপরাহ্ন

বাংলা কবিতাঙ্গনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

  • প্রকাশিত: রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ২৪ বার পড়া হয়েছে

‘বাংলা কবিতাঙ্গন’ সাহিত্য সংগঠনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণিজন সংবর্ধনা সভা ২৬ এপ্রিল, ২০২৪ শুক্রবার বিকেল ৩টায় চট্টগ্রাম প্রেসক্লাবের মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল। সংগঠনের নির্বাহী পরিচালক কবি মাহফুজা আহমেদের সভাপতিত্ব করেন ।

সবসময় অনুষ্ঠানের প্রাণ দর্শক। আর সাহিত্য সভায় অতিথি মঞ্চের প্রাণ লেখক। দেশবরেণ্য কবিসাহিত্যিক ও সাহিত্য সমালোচকের বিশ্লেষণধর্মী আলোচনা ও বিশ্বায়নের যুগে লেখালেখির কাঠামো, বক্তব্য কতটা মানবকল্যান ও নতুন পথ নির্মাণের আলো ছড়ানো উচিত বক্তারা তাঁদের গবেষণামূলুক বক্তব্যে তাই অত্যন্ত দৃঢ়তার সাথে উচ্চারণ করেছেন। এই আয়োজনে দেশের প্রত্যন্ত অঞ্চলসহ বিদেশী ও প্রবাসী কবি, লেখক ও সাহিত্যিকদের স্বতস্ফুর্ত উপস্থিতি এবং কানায় কানায় পূর্ণ চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তন আমাকে শুধু মুগ্ধ করেছে তা নয়, আমি অভিভূত। সাহিত্যে প্রতিষ্ঠিত আলোকিত লেখকের পরামর্শমূলুক আলোচনা ও কবিতা পাঠের আয়োজন কবি ও কবিতাকে সমৃদ্ধ করবে।

সম্প্রতি দুর্ঘটনায় ভীষণ ভাবে আহত কবি ও সংগঠক এবং ‘বাংলা কবিতাঙ্গন’ এর কর্ণধার ফারুক জাহাঙ্গীর Faruque M. Jahangir. ও তাঁর সংগঠনসহ সহযোদ্ধাদের অক্লান্ত পরিশ্রম ও কর্মদক্ষতায় একটি সফল অনুষ্ঠান উপহার দিয়েছেন। এ জন্য সাধুবাদ ও কৃতজ্ঞতা জানাই

প্রধান অতিথির আসন অলংকৃত করেন তারুণ্যের কবি, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, বাংলা একাডেমি সাহিত্য পদক বিজয়ী কবি রেজাউদ্দিন স্টালিন। আরও ছিলেন অধ্যাপক ড: ফরিদুদ্দিন ফারুক- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কবি ও সাংবাদিক নাজিমুদ্দিন শ্যামল, ড. মো: আমিরুল ইসলাম, সহযোগী অধ্যাপক, রাজশাহী বিশ্ববিদ্যালয়, কবি ও ছড়াকার আতিক হেলাল, কবি ও মিডিয়া ব্যক্তিত্ব মোসলে উদ্দিন, কবি গীতিকার হাসান মনজু, কবি ও সংগঠক রোকসানা সুখী, কবি ও সংগঠক নজরুল বাঙালি, কবি ও শিক্ষক অধ্যাপক জি এম সামদানী, কবি মনোয়ারা মেরী, কবি ইঞ্জিনিয়ার মহিউদ্দিন, কবি শুক্কুর চৌধুরী, কবি আবেদ ইবনে সোলাইমান, কবি নুরুল আলম, কবি আসাদুল হক, কবি ও সংগঠক জেসমিন দীপা, কে এম সফর আলী, মুহাম্মদ ইয়াকুব, ভারত থেকে আগত কবি ও চিন্তক শান্তনু বন্দোপ্যাধ্যায়, কবি সেন্টু রঞ্জন চক্রবর্তী, কবি ও সম্পাদক জয়নুল আবেদীন, লেখক নুরুল হুদা, কবি ও সংগঠক নিলয় চৌধুরী, সিমলী চৌধুরী প্রমুখসহ প্রায় পঞ্চাশ জন্য কবি ও গুণিজন।

এ ছাড়াও বাংলা ভাষা ও কাব্যসাহিত্যে গুরুত্বপূর্ণ অবদানের জন্য সাহিত্য সম্মাননা পান কবি ও গুণিজন।

সংবর্ধনা সভায় উপস্থিত গুণি কবিদের বাংলা কবিতাঙ্গনের লোগো খচিত উত্তরীয়, ক্যাপ, ব্যাজ ও বাংলা কবিতাঙ্গনের নিয়মিত কবিদের কবিতা সমৃদ্ধ প্রতিষ্ঠাবার্ষিকী স্মারক – ‘কবিতার দিন আসবেই’ নামীয় স্মারক কাব্যগ্রন্থ প্রদান করা হয়।

নোট: আমার কোনো ক্যামেরা নেই, ছবি বিভিন্ন জনের কাছ থেকে সংগৃহীত

শেয়ার করুন

আরো পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews