1. i@shahitterkagojbrammaputro.online : সাহিত্যের কাগজ ব্রহ্মপুত্র : সাহিত্যের কাগজ ব্রহ্মপুত্র
  2. info@www.shahitterkagojbrammaputro.online : সাহিত্যের কাগজ ব্রহ্মপুত্র :
সোমবার, ২০ মে ২০২৪, ০৫:১৮ অপরাহ্ন

সম্পাদকীয় কথা – মনিরুজ্জামান বাদল

  • প্রকাশিত: শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ৫৭ বার পড়া হয়েছে

প্রিয় পাঠক ও কবি,ছড়াকার, সাহিত্যিক বন্ধুরা,আসসালামু আলাইকুম। আমি অতি নগন্য ক্ষুদ্র একজন সাহিত্য প্রেমিক মানুষ। আমি

বহুদিন থেকেই মনের মধ্যে একটা দুঃস্বপ্ন পুষছি, আমার শৈশবের নদী ব্রহ্মপুত্র। সেই নদীর নামে একটি মাসিক সাহিত্য পত্রিকা অনলাইন, অফলাইন দু’টোই  করার কথা। দেশের অবকাঠামোগত উন্নয়নে একটা সমাজের, একটা দেশের দৃশ্যমান উন্নয়ন টের পাওয়া যায় একটি নিরপেক্ষ নির্ভেজাল পত্রিকার মাধ্যমে , কিন্তু সেই দেশের বুদ্ধিজীবীদের মনস্তাত্ত্বিক উন্নয়নে পিছিয়ে থাকলে সেই উন্নয়ন কোনো কাজে আসে না। অবকাঠামো উন্নয়ন অবশ্যই দরকার আছে। কিন্তু সেই সাথে মানবিক বোধের উন্নয়নও যে দরকার আছে, সেই বিষয়ে আমাদের সমাজ সংস্কারক, রাজনীতিবিদদের খুব কমই ভাবতে দেখেছি। এত এত উন্নয়ন দিয়ে কি হবে যদি মানুষের মধ্যে মানবিক বোধ না থাকে, যদি নৈতিকতার অবক্ষয় হয়? একজন মানবিক বোধহীন মানুষ কতটা ভয়ংকর তা আমরা সমাজের দিকে তাকালেই বুঝতে পারি। প্রতিটি দিনই কোনো না কোনো অমানবিক ঘটনার কথা দৈনিক পত্রিকাগুলোতে ছাপা হচ্ছে। আমাদের সমাজের যে নীতিনির্ধারকরা আছেন, তারা কতটুকু মানবিক বোধসম্পন্ন? এই উঁচুস্তরের মানুষদের মধ্যে খুবই বিশুদ্ধ মানবিকতার অভাব স্পষ্ট লক্ষ্য করা যায়, যার ফলেই সমাজে এত অনাচার, অজাচার, দূর্নীতি এবং ধর্ষণের মতো ঘটনার আমরা সাক্ষী নিত্যদিন ।

আমরা সমাজকে এগিয়ে নিয়ে যেতে কত কত পদক্ষেপ গ্রহণ করছি! আধুনিকায়ন করতে করতে

সমাজের অবকাঠামোগত উন্নয়ন তো ঠিকই হচ্ছে, কিন্তু মানবিকবোধের অভাবে সমাজটা হয়ে যাচ্ছে

উপরে চাকচিক্যময় একটা খোলস, যার ভেতরে কিচ্ছু নাই । একদম ফাঁকা । সমাজটা, দেশটা ঠিক

রঙিলা মাকাল ফলের মতো হয়ে গেছে । ঠিক সেই মুহুর্তে সমাজের নানা অসঙ্গতি নতুন প্রজন্মের মেধাবী কবিদের লেখনীর মাধ্যমে যাতে উঠে আসে, তাই মাসিক সাহিত্যের কাগজ পত্রিকায় হাত দিলাম।

যখন দেখব আমার পত্রিকার মাধ্যমে একজন তরুণ ছাত্র সাহিত্যের দিকে ঝুঁকে যাচ্ছে, তখনি আমি ধরে নেবো সমাজ থেকে কিছুটা হলেও অসৎ কাজগুলো কমছে । একজন মানুষকে শিক্ষিত করে তোলার সাথে সাথে তার ভেতরে নৈতিকতার শিক্ষাও জরুরি, এই বিষয় যে আমরা কবে বুঝতে শুরু করবো, তা নিয়ে বড় চিন্তা হয় । যে ছাত্রটা নৈতিকতার মধ্যে বড় হলো, সাহিত্যকে ভালোবাসতে বাসতে বড় হলো, ক্রীড়া-বিষয়ক কার্যক্রমে নিজেকে সংশ্লিষ্ট করতে করতে বড় হলো, তার থেকে আমরা একটা বেটার সমাজ আশা করতে পারি ।

অন্যদিকে শুধু যে পাঠ্য বই  আওড়াতে আওড়াতে রোবটে পরিণত হয়ে, কোনো বড় পদে নিয়োগ হলো,

তার তো মানুষের প্রতি কষ্টবোধ কখনো জাগবে না, কারণ সে রোবট! রোবটের কোনো অনুভূতি

থাকে না।  না পাপ করতে তাঁর দ্বিধা থাকবে, না ভালো কাজের প্রতি তার আগ্রহ থাকবে…

একজন সাহিত্যমনা মানুষ যথাসাধ্যমতো কাজ করে যায় সমাজকে সুস্থ রাখার জন্য । তাই মনে করি,

সমাজের নীতিনির্ধারকরা যেন, সাহিত্যের গুরুত্ব বুঝতে পারেন এবং একটা মানবিক সমাজ গড়ে

তোলার জন্য কাজ করে যান । সেই লক্ষ্যে

একটা সুস্থ সমাজের প্রত্যাশায় এবারের মাসিক সাহিত্যের কাগজ ব্রহ্মপুত্র ’ অনলাইন পত্রিকা প্রকাশিত হলো ।

 

প্রতিষ্ঠাতা ও সম্পাদক

মনিরুজ্জামান বাদল

বারিধারা, ঢাকা।

শেয়ার করুন

আরো পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews